করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর।
যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) গবেষণা চালিয়ে এতথ্য পেয়েছে বলে এক প্রতিবেদেন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার পিএইচই জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।
ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকা ভারতে তৈরি করছে সেরাম ইন্সটিটিউট।
বাংলাদেশে এই টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে ভারত থেকে এসেছে টিকার ১ কোটি ২ লাখ ডোজ।
সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে পিএইচই জানিয়েছে, যাদের টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের টিকা দেওয়া হয়েছে এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। আর ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।
টিকাদান কার্যক্রমে দায়িত্বে থাকা ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ডের টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য অবিশ্বাস্য এক ইতিবাচক প্রভাবের প্রতিফলন।