হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনাসহ যুক্তরাষ্ট্রের এক নারী নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। এই নারীর অন্তর্বাসে এসব সোনা লুকানো ছিল। জানা গেছে, আটক হওয়া ওই নারীর নাম শাহনাজ চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, বয়স ৫৪ বছর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবীর। তিনি বলেন, এমিরেটস এয়ারলাইনসের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে এই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রিভেনটিভ দলের শাহজালাল বিমানবন্দরজুড়ে তাদের নজরদারি রাখে। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।
এসময় যাত্রী শাহনাজ চৌধুরীকে শনাক্ত করা হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি সবকিছু অস্বীকার করেন। সানোয়ারুল কবীর আরও বলেন, যাত্রী শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। তার কাছ থেকে ৫৯ পিস সোনারবার উদ্ধার করা হয়। এর ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় প্রায় ৫ কোটি টাকা। তার বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টমস আইনে দুটি মামলা দায়ের করা হবে।