বৈশ্বিক মহামারির কবলে বিশ্ব। ছাড় পাচ্ছে না কেউই বলিউডের একটি বড় অংশ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে।
ভারতে দিন কয়েক আগেই ঘোষণা এসেছে, আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই নেয়া যাবে করোনা টিকা। এই কঠিন সময়ে আরও অনেকের মতোই টিকাতে ভরসা রাখছেন জাহ্নবী কাপুর।
এখন মে মাসের পয়লা দিনের অপেক্ষায় তিনি। শ্রীদেবী কন্যা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা যায়, অপেক্ষারত অবস্থায় বসে রয়েছেন তিনি। পরনে সাদা পোশাক। মুখে নেই মেকাপের বাহুল্য।
লিখেছেন, ‘এভাবেই ১ মে-র অপেক্ষা চলছে’। এই অভিনেত্রী সাধারণ মানুষকেও টিকা নেয়ার আহ্বান জানান। এ ছাড়াও ইদানীং কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন ।
সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেছেন জাহ্নবী কাপুর। আপাতত বাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি। রং-তুলি নিয়ে মনের কল্পনা ঢেলে দিচ্ছেন সাদা পাতায়। সেসব ছবিও ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে।