শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৫৬ পাঠক পড়েছে

অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাতীয় পার্টি।  মঙ্গলবার বিকেলে জাপার কাকরাইল কার্যালয় প্রাঙ্গণে ৫ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা প্রধান অতিথি হিসেবে এ ইফতার বিতরণ করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাহিদুর রহমান বলেন, করোনা ভাইরাস আজ বিশ্ব মহামারীতে পরিণত হয়েছে। এ অবস্থায় দলমত জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে দেশবাসীর পাশে দাঁড়াতে হবে। জাতীয় পার্টি করোনা প্রকোপের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি বলেন, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে আমরা রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ পাবো। তাই সকল ভেদাভেদ ভুলে অসহায় ও দুস্থ মানুষের পাশে আমাদের দাড়াতে হবে।

পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সাহিত্য সম্পাদক সুমন আশরাফ, ধর্ম সম্পাদক এসএম আল জুবায়ের, কেন্দ্রীয় নেতা ফায়েকুজ্জামান ফিরোজ, মাহমুদ আলম, শমরেশ মন্ডল মানিক, হুমায়ুন কবির শাওন, সারোয়ার হোসেন, অ্যাডভোকেট ইমদাদ এসময় উপস্থিত ছিলেন প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580