আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন নারী গণমাধ্যমকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন-মুরশাল ওয়াহিদি, শাহনাজ এবং সাদিয়া। তাদের বয়স ১৮ থেকে ২০ বছর। তারা তিনজনই অফিস শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। খবর বিবিসির
পুলিশ জানিয়েছে, প্রধান হামলাকারীকে তারা গ্রেফতার করেছেন। ওই ব্যক্তি তালেবানের সঙ্গে যুক্ত।
তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
নিহতরা ইনিকাস টেলিভিশনের ডাবিং বিভাগে কাজ করতেন। এই টেলিভিশনের প্রধান কর্মকর্তা জালমান লতিফ বলেন, তারা তিনজন অফিস শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন।