আফগানিস্তানের সাবেক সরকারের সদস্য, নিরাপত্তাকর্মী এবং তৎকালীন বিদেশি সেনাদের সঙ্গে কাজ করছেন এমন শতাধিক ব্যক্তিকে তালেবান হত্যা করেছে। গত বছরের আগস্টে দেশটির ক্ষমতা নেওয়ার পর তালেবান এই হত্যাকাণ্ড চালায় বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
রোববার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নিরাপত্তা পরিষদে এই প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, নিহত ব্যক্তিদের দুই-তৃতীয়াংশকে বিচারবহির্ভূতভাবে তালেবান বা তার সহযোগীরা হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকারের সদস্য, নিরাপত্তাকর্মী এবং যারা আন্তর্জাতিক সেনাদের সঙ্গে কাজ করেছেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা সত্ত্বেও, আফগানিস্তানে কাজ করা জাতিসংঘের সহকারী সংস্থা ইউনাইটেড ন্যাশন্স অ্যাসিসন্ট্যান্স মিশন (ইউএনএএমএ) প্রতিনিয়ন সাবেক সরকারের সদস্য এবং সহযোগীদের হত্যা, জোরপূর্বক গুমসহ অন্যান্য ব্যত্যয়ের বিশ্বাসযোগ্য অভিযোগ পাচ্ছে।
জাতিসংঘ মিশন সাময়িক আটক, মারধর এবং হুমকি দিয়ে ভয় দেখানোর ৪৪টি তথ্য হাজির করেছে প্রতিবেদনে। এর মধ্যে ৪২টিই তালেবান সরকারের বিরুদ্ধে। এছাড়া আইএসআইএল-কেপির সহযোগী সন্দেহে অন্তত ৫০ ব্যক্তিকে বিচারবহির্ভূত হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগও পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।এছাড়াও আট সমাজকর্মীকে হত্যা করা হয়েছে। যার মধ্যে তিন জনকে তালেবান এবং তিন জনকে আইএসকেপি হত্যা করে। আর ১০ ব্যক্তিকে সাময়িক আটক, মারধর এবং হুমকি দিয়েছে তালেবান। এদিকে দুই সাংবাদিককে হত্যার কথাও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। যার মধ্যে একজনকে আইএসকেপি হত্যা করে এবং অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।