সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও তাঁর সাবেক স্ত্রী বিদিশার ছেলে শাহাতা জারাব এরিক এরশাদ বলেছেন, ‘আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে আমার চাচা জি এম কাদের ষড়যন্ত্র করছেন। আমার ও আমার মায়ের কোনো ক্ষতি হলে এর জন্য তিনিই (জি এম কাদের) দায়ী থাকবেন।’
বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এরিক এরশাদ এসব কথা বলেন। এ সময় সেখানে এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এরিক এরশাদ নিজের পরিচয় তুলে ধরে বলেন, ‘আমি শাহাতা জারাব এরিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিদিশা এরশাদের পুত্র সন্তান। আজ আমার বাবা বেঁচে নেই। এই সুযোগে আমার চাচা জন্মপরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের কিছু হলে তিনি দায়ী থাকবেন।’
সংবাদ সম্মেলনে এরিক এরশাদ নিজে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। তাঁর পক্ষে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন।
এক প্রশ্নের জবাবে এরিক এরশাদ বলেন, ‘বিদিশা এরশাদ ও এরিকের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো জাতীয় পার্টির অফিসিয়াল পেজে শেয়ার করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের জন্য জি এম কাদেরই দায়ী। এরিককে সরাতে পারলে তিনি ট্রাস্টের সম্পদ দখল করতে পারবেন।’
জি এম কাদের এরশাদের পরিবারকে ধ্বংস করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন মামুনুর রশিদ। তিনি বলেন, এরশাদ ক্ষমতায় থাকার পরও ২৭ বছর জীবিত ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় কেউ তাঁর বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ করেননি। তাঁর বিরুদ্ধে যত মামলা হয়েছিল, প্রত্যেকটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিল। আজ তাঁকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।’
এ সময় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আরও বলেন, ‘কেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সন্তান যাকে বুকে নিয়ে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন, এরশাদের জীবদ্দশায় কেউ এরিকের জন্ম নিয়ে প্রশ্ন করেনি। আজকে এরশাদের মৃত্যুর পরে সারা জাতি বুঝতে পেরেছে এই ষড়যন্ত্র।’
কাজী মামুনুর রশীদ আরও বলেন, ‘কিছুদিন আগে আমরা প্রেসক্লাবে হুসেইন মুহম্মদ এরশাদের একটি স্মরণসভা করেছিলাম। সেই সভায় আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যর্থতা নিয়ে কথা বলেছিলাম। যখনি আমরা পার্টির চেয়ারম্যানের ব্যর্থতা নিয়ে কথা বলেছি, তখনি কিন্তু এরশাদ, এরিক ও বিদিশাকে কেন্দ্র করে নিউজ করা হয়।’
‘জাপার ফেসবুক পেজ থেকে নিউজগুলোর প্রচার চালানো হয়। জাপা চেয়ারম্যানের ফেসবুক থেকেও নিউজগুলোর প্রচার চালানো হয়। জাপা ও সারা দেশের মানুষ বিশ্বাস করেন এসব নিউজ ও ষড়যন্ত্রের সঙ্গে দলের চেয়ারম্যান জি এম কাদের জড়িত’, যোগ করেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান।