চেলসিতে এসেছিলেন মৌসুমের মাঝপথে। পিএসজির কোচের পদ থেকে বরখাস্তের পর ‘বেকার’ ছিলেন টমাস টুখেল। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ধারাবাহিক ব্যর্থতায় টুখেলকে কোচের চেয়ারে বসায় চেলসি। তারকায় ঠাসা চেলসিকে সাফল্যের পথে ফেরাতে সময় নেননি এই জার্মান কোচ। দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই চেলসিকে করালেন ইউরোপ সেরা। পুরস্কার হিসেবে পেলেন ২০২৪ পর্যন্ত ব্লুজদের কোচের পদে থাকার চুক্তি।
‘আমি চুক্তি নবায়নের জন্য এর চেয়ে ভালো পরিস্থিতির কথা ভাবতে পারতাম না। আমি আমার অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ এবং চেলসির পরিবারের অংশ হিসেবে থাকতে পেরে খুবই খুশি,’ চুক্তি নবায়নের পর বলেন টুখেল। চ্যাম্পিয়নস লীগ ফাইনাল জেতার পাশাপাশি চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লীগে নবম স্থান থেকে চতুর্থ স্থানে তুলেছেন টুখেল।
সঙ্গে তাদের নিয়ে গিয়েছিলেন এফএ কাপের ফাইনালে। তবে সেখানে তারা লেস্টার সিটির কাছে হারে ১-০ গোলে।