রণবীর কাপুর ও চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনশালী করোনাভাইরাসে আক্রান্ত হলেও, তাদের সংস্পর্শে আসা আলিয়া ভাটের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সতর্কতা সরূপ তিনি কোয়ারেন্টিনে আছেন।
আলিয়া ইন্সটাগ্রামে লিখেছেন, আপনাদের উদ্বেগ আর যত্নের কথা আমি পড়েছি। তাই কোয়ারেন্টিনে থেকে করোনা পরীক্ষা করাই। যার ফলাফল নেগেটিভ। আমি আজ থেকেই কাজে ফিরবো। শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। আমি নিজে নিরাপদে থাকছি। আপনারাও দয়া করে তাই করুন। সবাইকে ভালোবাসা।
এদিকে, রণবীর করোনায় আক্রান্ত হওয়ায় ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে পারবেন না। তাই জন্মদিনের পার্টিই বাতিল করেছেন প্রেমিকা আলিয়া।