সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে যুগ যুগ ধরে প্রচলিত ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে আশুলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বেলমা এলাকায় ডেইরী ফার্ম মাঠ প্রাঙ্গনে এই প্রতিযোগীতা সম্পন্ন হয়।আশুলিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর।উক্ত মহিষের লড়াই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন, বেলমা এলাকার আলাউদ্দিনের মহিষ ও আউকপাড়া এলাকার আদম আলী মহিষ,লড়াইয়ে আদম অলীর মহিষ কে পরাজিত করে বিজয়ী হয় আলাউদ্দিনের মহিষ।পরে বিজয়ী এবং রানারআপ মহিষের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।এ সময় প্রধান অতিথি বলেন,আশুলিয়ায় এই মহিষের লড়াই যুগ যুগ ধরে চলছে, তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিযোগীতা,আজ এই মহিষের লড়াই আশুলিয়া ইউনিয়ন বাসী প্রান খুলে উপভোগ করেছে,পরিশেষে মাদক মুক্ত আশুলিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ হোসেন আলী মাষ্টার,আশুলিয়া আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ৪ নং ওয়ার্ড মেম্বার, মোঃ জয়নাল আবেদীন, প্রাক্তন মেম্বার আশুলিয়া ইউনিয়ন পরিষদ,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মন্ডল,জাহাঙ্গীর আলম, সহ সভাপতি,আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগ, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রকিবুর হাসান রাকিব,বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ সহ এলাকার সর্বস্তরের জনগন।