ইংল্যান্ডে একটি পরিত্যক্ত বার কিনে মসজিদ ও মাদরাসা নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় মুসলিমরা। শার্পলসের ব্ল্যাকবর্ন রোডে অবস্থিত মদের বারটি ফেব্রুয়ারি ২০১৬ থেকে বন্ধ আছে এবং চলতি বছরের শুরুতে তা ভেঙে ফেলা হয়। মসজিদে সালাম মাদরাসা ট্রাস্ট নতুন এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে ব্যয় হবে ৩.৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। তারা এখানে মসজিদ, কমিউনিটি হল, পার্কিং স্পেস এবং নার্সারি নির্মাণের পরিকল্পনা করেছে। বর্তমানে মসজিদে সালাম দুই গজ দূরে অবস্থিত। মুসল্লিদের নামাজের জায়গা সংকুলান না হওয়ায় বড় পরিসরে মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জায়গার অভাবে ইসলামী শিক্ষা কার্যক্রম স্থগিত আছে। ট্রাস্টের সেক্রেটারি মুহাম্মদ প্যাটেল বলেন, ‘এটি আমাদের জন্য অর্থ বিনিয়োগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০ বছর ধরে আমরা যেখানে আছি, সেখান থেকে সরে যেতে সাহায্য করবে। কমিউনিটির চাহিদা অনুপাতে এখানে জায়গা খুব অল্প।’
সূত্র : বল্টন নিউজ