চলমান ইউক্রেন সংকট নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রাশিয়ার উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়েছেন। দেশটি সামনের মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে বলে শোর তুলেছে মার্কিন গণমাধ্যম। শনিবার (৪ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্ট ভিডিও কলে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাইডেন জানিয়েছেন, প্রতিবেশি দেশে আক্রমণ চালানো রাশিয়ার জন্য কঠিন করে তুলবেন তিনি। একইসঙ্গে পুতিনের সঙ্গে লম্বা আলোচনা হবে বলেও আশাপ্রকাশ করেন বাইডেন। এর আগে, ইউক্রেন জানিয়েছে, তাদের সীমান্তে ৯৪ হাজারের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। জানুয়ারির শেষদিকে তারা আক্রমণের জন্য পূর্ণ প্রস্তুতিতে পৌঁছাবে। আক্রমণ এলে পাল্টা লড়াইয়ের প্রস্তুতিও আছে ইউক্রেনের।