শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বরিশালে সুফলভোগীদের মাঝে গরুর বাছুর বিতরণ

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৭৭২ পাঠক পড়েছে

বরিশাল প্রতিনিধি: মৎস্য অধিদপ্তর বরিশাল এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের সাথে আলোচনা সভা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রওনক মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক (গ্রেড-১) মৎস্য অধিদপ্তর কাজী শামস আফরোজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী এবং উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিছুর রহমান তালুকদার । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ সুফলভোগীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি মৎস্য অধিদপ্তর এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে ২০২০-২১ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী ১০ জন ইলিশ জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য গরুর বাছুর বিতরণ করা হয়। এসময় তিনি সুফলভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580