আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় হিজড়াদের দুই গ্রুপে সংঘর্ষে আট জন আহত হয়েছেন। আহতদের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী জানান, সকাল ১০টার দিকে উত্তরায় ৭ নম্বর সেক্টরে আপন গ্রুপ ও কচি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়ানো দুই গ্রুপই এলাকা ত্যাগ করে বলে জানান তিনি।
ইয়াছিন গাজী আরও জানান, হামলা ও মারামারির অভিযোগে গত ২৫ অক্টোবর আব্বাস উদ্দিন আশিক নামে আপন গ্রুপের এক সদস্য কচি গ্রুপের দুই-তিন শ হিজড়াকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলাটি এখনও তদন্তাধীন। এর মধ্যেই আজ দুই গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষ হলো।
আজকের ঘটনায় আহতদের অধিকাংশই কচি গ্রুপের সদস্য। আজ সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।