ইউক্রেন সীমান্ত থেকে একদিকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া, আরেকদিকে সমরাস্ত্র ও যুদ্ধবিমান জড়ো করছে। এই ঘটনাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘যুদ্ধের প্রস্তুতি’ বলেই মনে করা হচ্ছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পশ্চিম রাশিয়ায় অবস্থিত রুশ বিমানঘাঁটিগুলির পাশাপাশি ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ক্রিমিয়া এবং বেলারুশে রুশ বিমানবহরের উপস্থিতি নজরে এসেছে ম্যাক্সারের উপগ্রহচিত্রে। গত কয়েক দিন ধরে ইউক্রেন সীমান্ত লাগোয়া পাঁচটি বিমানঘাঁটি থেকে তোলা উপগ্রহচিত্রে রুশ বিমানবাহিনীর এই তৎপরতার চিহ্ন মিলেছে। দেখা গেছে, সুখোই-২৫ ও সামরিক হেলিকপ্টারের পাশাপাশি নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে সেখানে।