এলপিজি গ্যাসের দাম আরো এক দফায় বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছে।
এদিকে আগের দিন বুধবার রাত ১২টায় হঠাৎ করে বেড়েছে ডিজেলের দাম। এ ঘটনায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বি ই আর সি) বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এলপিজির নতুন দাম নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম অব্যাহতভাবে বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারেও এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে বিইআরসি জানায়।
এর আগে গত অক্টোবরে এলপিজি মুসকসহ প্রতিকেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছিল বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে এক হাজার ৩৩ টাকা থেকে বেড়ে এক হাজার ২৫৯ টাকা হয়; ১০ অক্টোবর থেকে এই দাম কার্যকর করা হয়।