বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে রাজধানীর দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় তুহিন সিদ্দিকী অমির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর আদালত।
বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম আবু সুফিয়ান মো. নোমান।
এর আগে গত ১৬ জুন একই মামলায় গ্রেফতার অমির দুই সহযোগি বাছির মিয়া ও মশিউর রহমানকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পরে দুই দিনের রিমান্ড শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ১৫ জুন রাজধানীর দক্ষিণখান এলাকার একটি অফিস থেকে অভিযান চালিয়ে অমিসহ ৩ জনকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে ১০২টি পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। এরপর এ ঘটনায় দক্ষিণখান থানায় ঢাকা জেলা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অমি ও তার দুই সহযোগীকে আসামি করা হয়।