সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় এর বিরুদ্ধে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)’র পল্টন থানায় সাধারন ডায়েরী এন্ট্রি হয়েছে।
গত ১৫ মে রোববার পল্টন থানায় এই জিডিটি করেন দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রধান প্রতিবেদক মোঃ আবুল হোসেন। জানা যায় দৈনিক আজকের সংবাদ’র প্রধান প্রতিবেদক মোঃ আবুল হোসেন গত ৭ এপ্রিল তথ্য অধিকার আইনে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে কিছু ডকুমেন্টস চেয়ে চিঠি পাঠান।
এরই প্রেক্ষিতে তথ্য প্রদানকারী কর্মকর্তা সংশ্লিষ্ট বন বিভাগের এসিএফ প্রান্তোষ চন্দ্র রায়ের ব্যক্তিগত মোবাইলে ১৫ মে ফোন করলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আবুল হোসেনকে দেখে নেবেন বলে হুমকি দেন। এমনকি ঢাকাতে তার অফিসে এসে গুলি করে হত্যা করলেও প্রান্তোষকে কিছু করা যাবে না বলে জানান।
এ ব্যাপারে পল্টন থানায় দায়ের করা জিডি নং ৭৯৫ তাং ১৫/০৫/২০২২। উক্ত জিডি’র তদন্তকারী কর্মকর্তা দারোগা আলী হোসেন জানান বিষয়টি তদন্ত করে এসিএফ প্রান্তোষের বিরুদ্ধে আদালতে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হবে। তিনি বলেন আইন সবার জন্য সমান। অভিযুক্ত যত বড় সরকারি কর্মকর্তাই হন না কেন তিনি আইন এর আমলে আসবেন।