আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয় বলে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এতে বলা হয়, নিহত রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও ও সেনা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে ভ্রমণ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা গুলি চালালে রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা সামরিক পুলিশের মৃত্যু হয়। অপহরণ চেষ্টার জন্য এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি।
সূত্র: বিবিসি, আল জাজিরা