শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কচুয়ায় কালি মন্দিরের প্রতিমা ভাংচুর

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ পাঠক পড়েছে

চাঁদপুরের কচুয়ায় কালী দেবীর আটটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার নাহারা গ্রামের কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ও ইউএনও দীপায়ণ দাস শুভসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাহারা সার্বজনীন কালি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর জানান, ভোরে পূজা দিতে এসে প্রিয়লাল বালা নামের একজন প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে পায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি।

স্থানীয়রা জানায়, নাহারা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে বৈশ্য ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিধা বিভক্তি রয়েছে। এদের একজন অন্যজনের প্রসাদ গ্রহণ করে না।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, এটি খুবই জঘন্যতম অপরাধ। এ অপরাধের সাথে যারা জড়িত তাদের আইনের আওতা এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ধারণা করা হচ্ছে ,হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি মহল সুকৌশলে ঘটনাটি ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580