নোয়াখালীর কবিরহাট উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধকল্পে শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেভ দ্যা চিলড্রেনের মা-মনি প্রকল্পের সহযোগিতায় কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২৪ ঘন্টা বিনামূল্যে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধানসিঁড়ি ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু ও মা সমাবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, কবিহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক একেএম জহিরুল ইসরাম, কবিরহাট উপজলো আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সেভ দ্যা চিলড্রেন এর সহকারী পরিচালক সালাউদ্দিন সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় মা ও শিশু মৃত্যু রোধকল্পে সবাইকে বিনামূল্যে সরকারি সেবা গ্রহণের আহব্ান জানানো হয়।