শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :

কমেছে মুরগির দাম, সবজির বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩১৫ পাঠক পড়েছে

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি কমেছে ১৫ টাকা, সোনালি বা পাকিস্তানি (কক) মুরগির দাম কমেছে কেজিপ্রতি ৬০ টাকা পর্যন্ত। তবে সবজির বাজার চড়া রয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি।

শীতের বাজারে সবজির সরাবরাহ পর্যাপ্ত থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে।

শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি, পাকা টমেটোর ৪০-৬০ টাকা কেজি, গাজর ৩০-৪০ টাকা কেজি, বরবটি ৫০-৭০ টাকা কেজি, মুলা ৩০-৪০ টাকা কেজি এবং শালগম ৩০-৪০ টাকা এবং আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ ৫৫-৫০ টাকা কেজি এবং আমদানি করা পেঁয়াজ ৪৫-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুন ৭০ টাকা কেজি, আমদানি করা রসুন ১৪০ টাকা ও শুকনা মরিচ ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজার অপরিবর্তিত রয়েছে। ৩০০-৪৫০ টাকা কেজিতে রুই-কাতল মাছ, ২৫০-৩৫০ টাকা কেজিতে শিং-টাকি, ১৫০-১৭০ টাকা, তেলাপিয়া ও পাঙাস মাছ ১৫০-১৭০ টাকা কেজি এবং এক কেজির ইলিশ এক হাজার-বারো শ’ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580