করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরো এক হাজার ৩৫৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬১ হাজার ৯৪৩।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো ২ হাজার ৬৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৫৮টি। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।