এক দিকে কিছু অভিনেতা, অভিনেত্রী একা বা সঙ্গী নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন। কেউ আবার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও সাহায্য প্রার্থীদের ফোনে বিরক্ত হয়ে মোবাইল অফ করে রেখে দিচ্ছেন।
এরকম সময়ে কন্নড় সিনেমার এক অভিনেতা মানুষের পাশে দাঁড়াতে অ্যাম্বুলেন্সচালকের ভূমিকায় অবতীর্ণ হলেন। অভিনেতা অর্জুন গৌড়াকে কন্নড় সিনেমার বাইরে হয়তো বিশেষ কেউ চেনেন না।
সিনেমা জগতে এখনও বড় কোনও স্টার হয়ে ওঠেননি তিনি। কিন্তু করোনাকালে তিনি যে ভূমিকা পালন করছেন, তা সিনেমার পর্দাতেও অনেক হিরোকে করতে দেখা যায় না। করোনার সময় অর্জুন ঘরে বসে না থেকে রাস্তায় নেমেছেন। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে বেঙ্গালুরুতে এখন অর্জুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। অর্জুন বলেন, কয়েক দিন ধরে আমি এই অ্যাম্বুলেন্স চালানোর কাজ করছি।
এখনও পর্যন্ত প্রায় জনা ছয়েক মানুষের শববহন করেছি। আমরা সব সময় চেষ্টা করছি এই বিপদের সময় মানুষ যাতে একটু সাহায্য পান। মৃত ব্যক্তি যে ধর্মাবলম্বীই হোন না কেন শেষযাত্রায় যেন কোনও সমস্যায় না পড়ে তার পরিবার। অর্জুনের চিন্তায় চেতনায় এই ব্যাপারটাই এখন ঘোরাফেরা করছে।