করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেত্রী অনামিকা সাহা। হঠাৎ অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তার শারীরিক অবস্থা গুরুতর। কলকাতার বাঙুর হাসপাতালে কৃত্রিমভাবে তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, প্রতি মিনিটে ১৫ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে অনামিকা সাহাকে। তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
প্রসঙ্গত, নব্বই দশকের কমার্শিয়াল বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে যান অনামিকা সাহা। বেশিরভাগ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবুও দর্শক তাকে সাদরে গ্রহণ করেছে। ভারতীয় বাংলা সিনেমার ‘লেডি ডন’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী।