জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শনিবারই তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ঘরে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে রোববার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে সিরিজে বাংলাদেশের টিম লিডার হিসেবে থাকার কথা ছিল সুজনের। সেই সিরিজ শুরুর একদিন আগেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর এলো।