শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনায় মারা গেলেন কবি শঙ্খ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩০০ পাঠক পড়েছে

করোনায় মারা গেলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি শঙ্খ ঘোষ। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এর আগে গত ১৪ এপ্রিল তার করোনা পজিটিভ আসে।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিলেন। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালেই ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।

কবি শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যে রেখেছেন নানা অবদান। দিল্লি বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীতে অধ্যাপক ছিলেন কবি। বছর দুয়েক আগে ‘মাটি’ নামের একটি কবিতা লিখেন কবি। কবিতাটিতে কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গর্জে উঠেন তিনি।

শঙ্খ ঘোষের উল্লেখযোগ্য কাব্যগ্রণ্থগুলোর মধ্যে দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, গান্ধর্ব কবিতাগুচ্ছ অন্যতম কাব্যগ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তার প্রসিদ্ধতা রয়েছে।

দীর্ঘ সাহিত্যজীবনে একাধিক সম্মাননা পেয়েছেন শঙ্খ ঘোষ। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য অকাদেমি’ পান। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায় ‘রক্তকল্যাণ’ নাটকটি অনুবাদ করেও ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার পান তিনি। এ ছাড়াও রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি। ২০১১ সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করে তৎকালীন কেন্দ্রীয় সরকার।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580