করোনায় গত চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ৩ হাজার ৬৮৭ জন। এ সময় বিশ্বের যে কোন দেশের তুলনায় এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
করোনায় আক্রান্ত ও মৃত্যু বিষয়ে হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এই তালিকায় ব্রাজিলের পরই আছে ভারত। চব্বিশ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৬ জন।
তবে করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে ভারত। চলতি সপ্তাহজুড়েই ভারতে প্রতিদিন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টার হিসেবেও তার ব্যাতিক্রম দেখা যায়নি।
এই সময়সীমার মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন। ব্রাজিলে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ১৫৭।
এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশের নাম যুক্তরাষ্ট্র। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ব্রাজিল- ভারতের তুলনায় বেশ কম।
যুক্তরাষ্ট্রে এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২০ জন, মারা গেছেন ৮১৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।