প্রথম ডোজ করোনাভাইরাসের টিকা যারা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে দ্বিতীয় ডোজের টিকার জন্য মোবাইলে বার্তা পেয়েছেন। তবে বার্তা না গেলেও টিকা পাবেন গ্রাহকেরা।
গত মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ তথ্য জানানো হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে অনেকে টিকা নিয়েছেন।
এ দিন সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে দ্বিতীয় ডোজের টিকা নেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে আট সপ্তাহ পর মোবাইল ফোনে এসএমএস পেলে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে টিকা কার্ডসহ আসতে হবে। কোনো কারণে মোবাইলে এসএমএস না পেলেও আট সপ্তাহ পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়, যারা ২৭ থেকে ২৮ জানুয়ারি ও ৭ থেকে ৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা কোনো এসএমএস না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে গিয়ে টিকার কার্ডসহ আজ দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। একই সঙ্গে প্রথম ডোজ টিকা চালু থাকবে। প্রথম ডোজ টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করে নির্ধারিত দিনে টিকা নিতে পারবেন।