শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন: করোনার সংক্রমণ আরও কমলে নতুন বছরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সভাপতিত্বে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান।