বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কারাতে ইভেন্টের খেলা শুরু হয়েছে বান্দরবানের জেলা জিমন্যাশিয়ামে।
আজ সকালে দু’টি স্বর্ণপদকের খেলা অনুষ্ঠিত হয়েছে। নারীদের একক কাতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নু মে মারমা স্বর্ণ, বাংলাদেশ আনসারের হুমায়রা আক্তার অন্তরা রৌপ্য এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এলিক মারমা ও সেনাবাহিনীর কারিমা খাতুন ব্রোঞ্জপদক জয় করেন।
নারীদের দলগত কাতায় বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণ, বাংলাদেশ আনসার রৌপ্য এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ব্রোঞ্জ পদক লাভ করে ।