র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এজন্য জসচেতনতা তৈরি করাসহ যে করে হোক দেশের কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনার জোর তাগিদ দেন তিনি।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
র্যাব ডিজি বলেন, আমরা কিশোরদের কাছ থেকে ভালোটা নিয়ে আসতে চাই, যার মধ্য দিয়ে গর্বিত হবে বাংলাদেশ। আগামী দিনের প্রজন্মরা আমাদেরকে গর্বিত অবস্থায় নিয়ে যাবে, তা আমরা বিশ্বাস করি। তিনি বলেন, আমাদের সবকিছুতে ভালো কিছু করার সুযোগ আছে। ভালোটা নেব, না মন্দটা নেব সেটা আমাদের বিচার করতে হবে।
আবদুল্লাহ-আল মামুন বলেন, ২৭২ জনেরও বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, কিশোরগ্যাং নিয়ন্ত্রণে, একটা উইন্ডো খোলা থাকবে, যাতে কেউ চাইলে গ্যাং কালচার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
র্যাবের প্রধান বলেন, আমদের সকলকে সচেতন হতে হবে। আমরা যার যার দায়িত্ব পালন করতে পারলে কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণে আনা সক্ষম হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ছায়া সংসদে স্পিকারের ভূমিকা পালন করেন।
বিতর্কে সরকারি দল হিসেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বিরোধী দল হিসেবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সমান নম্বর পাওয়ায় দুই দলকেই যৈথভাবে জয়ী ঘোষণা করা হয়।