কুমিল্লা (বরুড়া) প্রতিনিধি : কুমিল্লা বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ষোলাপুকুরিয়া গ্রামের দিনমজুর মোঃ মনির হোসেনের পুত্র আবু সুফিয়ান (২৯) পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ধারদেনা করে সৌদিআরবে চাকুরীর উদ্দেশ্যে গত ১০ ডিসেম্বর বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বিদায় নিয়ে রাত্রি যাপন করতে ঢাকা কাওরান বাজার আল মদিনা হোটেল এ অবস্থান করেন। করোনা টেস্ট করতে গত ১২ ডিসেম্বর শনিবার হোটেল কক্ষে তার বিদেশ যাওয়ার মালমালের ব্যাগের সাইড পকেটে EB-0505731 নামিও পাসপোর্ট বইয়ে সৌদিআরবের ভিসা 6072025953 অ্যাটাস্ট ও বিমান টিকেট রেখে যায়। পরবর্তীতে করোনা টেস্ট করে হোটেলে এসে দেখে তার পাসপোর্ট ভিসা টিকেট হোটেল কক্ষ থেকে হারিয়ে যায়। পাসপোর্ট ভিসা না পেয়ে আবু সুফিয়ান সহ তার পরিবার পাগলপারা হয়ে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত কোনো সন্ধান পায় নি।
এই বিষয়ে গত ১২ ডিসেম্বর তেজগাঁও থানায় ভুক্তভোগী আবু সুফিয়ান সাধারণ ডাইরি করেন। যার নাম্বার ৬২২। তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকন আবু সুফিয়ান বিদেশ যাওয়ার জন্য সু-দৃষ্টি কামনা করছে।