কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নগরপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তৈয়ব আলী (৪৫) ও মৃত ইসলামের ছেলে হাকিম উদ্দিন (৫৫)। তারা দুজনই ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৈয়ব আলীর স্ত্রী।
শুক্রবার দুপুরে নগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করছিলেন তৈয়ব আলী ও হাকিম উদ্দিন। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তারা দুজনসহ তৈয়ব আলীর স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলী ও হাকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত তৈয়ব আলীর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।