কোটি টাকা মূল্যের এই গাড়িটি সার্বক্ষণিক ব্যবহার করেন কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মোঃ সরওয়ার জাহান। তিনি ১৫ তম গ্রেডের একজন কর্মকর্তা, বেতন পান ৩৫ হাজার টাকা।
অথচ প্রতিদিন গাড়িটির ফুয়েল খরচই আছে ৩ হাজার টাকা, আছে ড্রাইভারের বেতন সহ আনুসাঙ্গিক খরচ। তার এই বিলাসবহুল জীবনযাপন খোদ প্রধান বন সংরক্ষকের জীবনযাত্রাকে ও হার মানায়।
জানা যায় ডিএফও আনোয়ার হোসেন সরকার’র সকল প্রকার অনৈতিক লেনদেনের দায়িত্বে নিয়োজিত এই ফরেস্টার কক্সবাজার উত্তর বন বিভাগের সকল রেঞ্জ থেকে পাহাড় দখল, মাটি বিক্রি, সুফল প্রকল্পে অনিয়ম, অবৈধ স’মিল, কাঠপাচারসহ বিভিন্ন খাত থেকে ঘুষের টাকা উত্তোলন, বিভিন্ন মহলকে ম্যানেজ করা সহ কক্সবাজার বেড়াতে আসা ভিআইপি গেস্টদের প্রটোকল সহ বিশেষ আপ্যায়নের সময় গোপন ক্যামেরায় ধারণকৃত ছবি ও ভিডিও করে তাদেরকে জিম্মি করা সহ নানান অপকর্মে ব্যস্ত সময় কাটান। যা দেখার কেউ নেই।