নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে সিএনজিচালক ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন নিহতের ঘটনায় তার ভাই আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করে এ হত্যাকাণ্ডে থানায় কোনো মামলা হয়েছে কিনা- সেই বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক এসএম মোসলেউদ্দিন মিজান এ আদেশ প্রদান করেন। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
এর আগে রোববার দুপুরে নিহতের ছোটভাই মো. এমদাদ হোসেন বাদী হয়ে মেয়র আবদুল কাদের মির্জা, তার ভাই শাহাদাত হোসেন ও ছেলে মির্জা মাসরুর কাদের তাসিককে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি জমা দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, নিহত আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে ১৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক এসএম মোসলেউদ্দিন মিজান তার মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় কোনো মামলা হয়েছে কিনা সেই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরও জানান, পুলিশের প্রতিবেদন পেলে ১৫ দিনের আগেই আদালত হত্যা মামলাটি লিপিবদ্ধ করতে পারবেন।