আইনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন পাঠানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা। এতে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় মানবিক কারণে হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দিতে মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়।
স্মারকলিপিতে খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে জোট নেতারা বলেন, ‘খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় আমরা কৃতজ্ঞ। কিন্তু তিনি এখন গুরুতর অসুস্থ। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবিক কারণে হলেও তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। এমন সিদ্ধান্ত হলে তা রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বৈঠকে ছিলেন এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির ইব্রাহিম ক্বারি আবু তাহের, জাতীয় দলের ব্যারিস্টার নুরুল হুদা, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি সরকারের কাছে আবারও আবেদন জানান তার ভাই শামীম ইস্কান্দার। এছাড়া, শনিবার দলীয় প্রধানকে বিদেশে পাঠানোর দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি। এদিকে, আগামীকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে।