শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

খুলনাজুড়ে শনাক্ত লাখ ছুঁই ছুঁই, এক দিনে মৃত্যু ২৮

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮০ পাঠক পড়েছে

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা প্রায় এক লাখ।

এর আগে শনিবার (০৭ আগস্ট) বিভাগে ৩৯ জনের মৃত্যু এবং ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার (০৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৯১০ জনের। মারা গেছেন ৬৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ১৪ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৯৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৭৮ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৫ জনের এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৮৬ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৭৩৩ জন। মোট মারা গেছেন ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৯৬ জনের। মোট মারা গেছেন ৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৯৭ জনের। মোট মারা গেছেন ৭৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৫৫ জনের। মোট মারা গেছেন ২২৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৯৮ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জনের। মোট মারা গেছেন ৬৩০ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৬ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩১৪ জনের। মোট মারা গেছেন ১৭৭ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১৭ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ২২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৭১ জন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580