খুলনা বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৫৭ জনের।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে ২৪ জনের মৃত্যু এবং ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে, অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ২ হাজার ৭০৬ জন মারা গেছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে । এছাড়া খুলনা ও ঝিনাইদহে পাঁচজন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৬২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৫২ জনের। করোনায় মারা গেছে ৬৮৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২০ হাজার ৫২৩ জন।