খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণ ঘটায় দুই দিনের জন্য করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হবে।
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের চিকিৎসক তুষার আলম জানান, বুধবার এই ল্যাবে সংক্রমণ ঘটায় নমুনা পরীক্ষা দুই দিন বন্ধ রাখা হয়েছে। ল্যাবটি ভাইরাসমুক্ত করে শনিবার থেকে আবারো নমুনা পরীক্ষা করা যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের পরিচালক অধ্যাপক ড. আশিস কুমার দাস জানান, খুলনা মেডিকেলের ল্যাব দুই দিন বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। তাদের ল্যাবে একদিনে সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষা করার সুযোগ রয়েছে।