কয়েক সপ্তাহ আগেই রেফারির গোল বাতিলের সিদ্ধান্তে মাঠ ছাড়ার সময় ছুঁড়ে ফেলেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড। সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘটেছিল সেই ঘটনা। ক্রিস্টিয়ানো রোনালদো আবারো আলোচনায় মাঠের বাইরের কর্মকান্ডে।
রোববার ইতালিয়ান সিরি আ’য় জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। দেইয়ান কুলুসেভস্কি, আলভারো মোরাতা ও ওয়েস্টন ম্যাককেনি একটি করে গোল করেন। ম্যাচে সবচেয়ে বেশিবার (৬টি) গোলে শট নিয়েও জালের দেখা পাননি রোনালদো। তাতে নিজের উপর যেন নিজেই বিরক্ত পাঁচবারের ফিফা বর্ষসেরা। শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে সাইড লাইনে জার্সি ছুঁড়ে মারেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রোনালদোর ছুঁড়ে ফেলা জার্সি মুহুর্তেই দখলে নেন বল বয়।
ইতালিয়ান সিরি আ’য় আগের দুই ম্যাচেই গোল পেয়েছিলেন রোনালদো। ২৫ গোল নিয়ে চলমান মৌসুমে ইতালিয়ান লীগের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ সুপারস্টার। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকুর গোল ২১টি। রোনালদোর মেজাজ হারানোকে স্বাভাবিকভাবেই দেখছেন জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো। তিনি বলেন, ‘সে ম্যাচে গোল পেতে চেয়েছিল। সহজ কিছু সুযোগ মিস করেছে। এটা সেরাদের চরিত্র বলতে পারেন। তারা সব সময় নিজেদের সেরা হিসেবেই দেখতে চায়।’
টানা দশম লীগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে জুভেন্টাসের। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইন্টার মিলান। ১১ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে এসি মিলান। তিন নম্বরে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫২।