ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি : ঘাটাইলে শহীদ সাংবাদিক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব প্যারিমোহন আদিত্যের স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় উপস্থি ছিলেন, সাবেক এমপি ও ক্লাবের উপদেষ্টা আমানুর রহমান খান রানা, বিশিষ্ট লেখক সাংবাদিক ও ক্লাবের উপদেষ্টা জুলফিকার হায়দার, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক হারুন খান, শহীদ প্যারিমোহন আদিত্যের পুত্র নটো কিশোর আদিত্য, ক্লাবের সহসভাপতি উত্তম কুমার আর্য্য, সাধারন সম্পাদক রবিউল আলম বাদল, আল আমীন রহমান,আল আমিন হাসেন বিপ্লব, বিধান চন্দ্র রায়, ময়মনসিংহের সাংবাদিক একেএম আছাদুজ্জামান পাইলট, মো: আশিক প্রমুখ। তাকে স্মরনীয় রাখতে তার শ্রদ্ধাঞ্জলিতে ঘাটাইল প্রেস ক্লাবে আসবাব পত্র সংগ্রহ করা হয়।