কক্সবাজারের চকরিয়ায় র্যাবের করা দুটি মামলায় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো. হেলাল উদ্দিন হেলালী (৪২) কে জেলহাজতে পাঠিয়েছে আদালত।রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি ওই মামলায় জামিন চাইতে গেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালদের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
হেলাল উদ্দিন হেলালী চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত সেকান্দর সিকদারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য।জানা যায়, ২০১৯ সালে ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযানে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের উপর হামলা চালায় হেলালীসহ একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় র্যাব বাদি হয়ে থানায় দুটি মামলা দায়ের করেন।এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালীকেও আসামী করা হয়।
পরে মামলা দুটির চার্জশীর্টও প্রদান করে পুলিশ।এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালী ঘটনার সাথে জড়িত ছিলো বলে চার্জশীটে উল্লেখ করা হয়। পরে আদালত চার্জশীটটি আমলে নিয়ে আদালত হেলাল উদ্দিনসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।এডভোকেট লুৎফুল কবির জানান, যুবলীগ নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় জিআর ১৯২/১৯ ও জিআর ১৯৪/১৯ দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। রবিবার জামিন চাইতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।উল্লেখ্য চতুর্থ দফায় ইউপি নির্বাচনে চকরিয়ার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে প্রথমবারের মতো আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেন যুবলীগ নেতা মো.হেলাল উদ্দিন হেলালীকে।