চট্টগ্রাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই সারাদেশের উন্নয়ন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামের আরও ব্যাপক উন্নয়ন করা সম্ভব। চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকার করণীয় সব কিছুই করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। কীভাবে চট্টগ্রামের আরো উন্নয়ন করা যায় তা নিয়ে সকলের সম্মিলিতভাবে কাজ করা উচিত।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালউদ্দিন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অ্যাডমিন) জাফর আলম প্রমুখ।