ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। তবে, তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩১ মার্চ) চট্টগ্রামের রাউজানের দমদমা নামক স্থানে ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে, ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং সিএনজি অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর সড়কটিতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।