চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় অভিযুক্ত লরি চালককে আটক করেছে পুলিশ।
নগরীর আকবর শাহ এলাকা থেকে সোমবার ভোরে আলী আখতারকে আটক করা হয়।
গত শনিবার ভোরে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পারকাশন বাদক হানিফ আহমেদ ও প্যাড বাদক পার্থ গুহ। একটি মিউজিক শোতে অংশ নিতে তারা কক্সবাজার যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা লরি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পার্থের মৃত্যু হয়।
মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ আরোও কয়েকজন। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকেও মৃত ঘোষণা করেন। লরির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ।