বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন আর নেই

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩০৪ পাঠক পড়েছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) আর নেই।  শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জামাতা রইসুল উদ্দিন সৈকত জানান, ২৮ মার্চ মো. সাহাবউদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নেয়া হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ১ম পুত্র মো. সাহাবউদ্দিন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মো. সাহাবউদ্দিন ইউনিলিভার বাংলাদেশ থেকে কর্মজীবন শেষে অবসর জীবন যাপন করছিলেন। তিনি সাবেক মীরসরাই থানা কমান্ডার, মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের সাবেক সভাপতিসহ অসংখ্য সংগঠনের সাথে জড়িত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580