বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :

চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে : শিক্ষামন্ত্রী

কবির হোসেন মিজি
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ পাঠক পড়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। এ বিষয়ে আজকালের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ক্ষেত্রে করোনা পরিস্থিতির দিকেও আমাদের নজর রাখতে হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি নেমে শ্রেণিকক্ষে পাঠকার্যক্রম চালাতে পারে। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে হাইমচর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনি আরো বলেন, বর্তমানে উচ্চ শিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে। যে হারে মেধা তালিকাসহ এইচএসসি পরীক্ষার্থীরা পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সঙ্কট হবে না। তাছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হবো। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লতে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে শপথ নেওয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিক্ষামন্ত্রী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর এমপি, ফরিদগঞ্জ-৪ আসনের এমপি মুহাম্মদ শফিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580