বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারিতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাথা ফেটে গেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বানানো মঞ্চের ডান পাশে দাঁড়ানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদদীন হল ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার জেরে এই মারামারি হয়।
মারামারির এক পর্যায়ে ইটের আঘাতে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাথা ফেটে যায়। এসময় তাকে চিকিৎসার জন্য আগারগাঁও নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা শেষে লেখক আবারও অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার মাথায় ছাত্রলীগের পতাকা বেঁধে রাখতে দেখা যায়। এছাড়া মারামারিতে আরও ১০-১২ আহত হয়েছেন।
আহত অন্যরা হলেন জহিরুল হাসান অমি (২২), মাহাবুব (২২), হিরু (২৫), গালিব (২২), রোমান মাহমুদ (২৬), সালমান (২৩), অপু (২৫), শিমুল (২৩) ও জুবায়ের (২২)। তাদের ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে মঞ্চের ডান পাশে অবস্থান করা নিয়ে বটতলায় ঢাকা কলেজ আর জসিম উদদীন হলের ছাত্রলীগ কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হলে ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ওখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে লেখকের মাথায় এসে ইটের আঘাত লাগে। এতে তিনি আহত হন। পরে তাকে আগারগাঁও নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা শেষে লেখক আবারও অনুষ্ঠানে যোগ দেন।