ডিবি কার্যালয়ে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পরিবাররে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে।
শুক্রবার রাত ১১টার দিকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এর আগে রাত ১০টায় মিন্টো রোডের কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। চয়নিকা চৌধুরীর বিষয়ে রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকেও অনেক তথ্য পাওয়া যাচ্ছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় দেয়া হচ্ছে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। বেশকিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আটকের আগে পান্থপথ সিগন্যালে তার গাড়িটি ঘিরে রাখে পুলিশ।
চয়নিকা চৌধুরী নির্মিত বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমনি। বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকা চৌধুরীকে।
শুক্রবার আটকের আগে সাংবাদিকদের জানান, পরীমণির সাথে কাজের সম্পর্ক তার। ব্যক্তি পরীমণির ব্যাপারে ততটা জানাশোনা নেই বলে মন্তব্য করেন নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী।